কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে প্যারিসের উদ্দেশ্যে উড়ে গেলেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও আজমেরী হক বাঁধন। বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। এই জুটির সঙ্গে রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার টিমের আরো ৫ সদস্য।
শুক্রবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিনেমাটির সহ–প্রযোজক রাজীব মহাজন রাইজিংবিডিকে বলেন—‘ভোর রাত ৪টা ২৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন সাদ-বাঁধন আপাসহ টিমের আরো ৫ সদস্য। আশা করছি, আজ দুপুর আড়াইটা নাগাদ প্যারিসে পৌঁছে যাবেন তারা।’
পূর্ব পরিকল্পনা ছিল এই টিমের সঙ্গে উড়ে যাবেন রাজীব মহাজনও। কিন্তু তা হলো না। ভাগ্য বিড়ম্বনা বলা যেতে পারে! তার ভাষায়—‘আমার যাওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ আরেকটি ট্যুরে আমাকে দেশের বাইরে যেতে হচ্ছে। আফসোস হচ্ছে!’
১৯ বছর পর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা। এবারের অর্জন তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের হাত ধরে। কানের অফিসিয়াল সিলেকশনের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছে সাদের দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ৬ জুলাই পর্দা উঠবে কান চলচ্চিত্র উৎসবের। সাদের এ সিনেমা কবে প্রদর্শিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন—এমন ভাবনা দারুণভাবে নাড়িয়ে তুলেছে অভিনেত্রী বাঁধনকে। ঢাকা ত্যাগ করার আগে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের সিনেমার প্রিমিয়ার হবে। রেড কার্পেটে হাঁটবো। আমি বিশ্বাস করতে পারছি না।’
আগামী ১৭ জুলাই পর্দা নামবে কান চলচ্চিত্র উৎসেবের। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রিমিয়ার শেষ করে টিমের কয়েকজন সদস্য আগেই দেশে ফিরবেন। তবে উৎসব শেষ করে দেশে ফেরার কথা রয়েছে সাদ-বাঁধনের। আর তাদের সঙ্গে থাকতে পারে আরো নতুন কিছু অর্জন।