সারা বাংলা

সেই সাপের বাচ্চা পাঠানো হলো চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে

গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে বিশেষ প্রাকৃতিক ব্যবস্থাপনায় জন্ম নেওয়া সেই সাপের বাচ্চাগুলো পাঠানো হলো চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে।

শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার ওয়াইল্ডলাইফ সেন্টারের হারপেটোলজিস্ট সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভেনম রিসার্চ সেন্টার সাপ বিষয়ক গবেষণাগার। প্রতিষেধক তৈরি এবং শিক্ষার্থীদের গবেষণার সুবিধার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের একমাত্র সাপের অত্যাধুনিক গবেষণাগার। 

ওই ভেনম রিসার্চ সেন্টারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নানা প্রজাতির সাপ পালনের পাশাপাশি বিষ সংগ্রহ করা হয়।

যশোরের সদর থানার গাঁওঘরা গ্রামের এক ব্যক্তির বসতবাড়িতে পাওয়া খৈয়া গোখরা সাপ মেরে ফেলেন এলাকাবাসী। পরে সেই সাপের ৪৭টি ডিমের সন্ধান পাওয়া যায়। পরে ওই ডিমগুলো সংগ্রহ করে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে আনা হয়। সেই ডিমগুলো বিশেষ প্রাকৃতিক ব্যবস্থাপনায় গত ২০ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ওই বাচ্চাগুলোর জন্ম হয়।