রাজধানীর মগবাজারের ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।
রোববার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হতাহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত করা হবে।’
স্থানীয়রা জানিয়েছেন, বড় মগবাজারের আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনটির তৃতীয় তলায় সিঙ্গারের শোরুম। এর নিচ তলায় শর্মা হাউজ। বিস্ফোরণে এসব প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিঙ্গারের শোরুমে ওই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।