বিনোদন

দিলীপ কুমার ফের হাসপাতালে

দিলীপ কুমার ফের হাসপাতালে

বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমারকে ফের মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘গতকাল (২৯ জুন) দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। আগের সমস্যা নতুন করে দেখা দিলে বয়স ও পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। আজ চিকিৎসকরা তাকে আবার দেখবেন এবং চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অবস্থা স্থিতিশীল। চিন্তার কিছু নেই।’

এদিকে দিলীপ কুমারের হাসপাতালে ভর্তির খবর জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনা করছেন ভক্তরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একজন লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন। শ্বাসকষ্টজনিত সমস্যায় দিলীপ কুমার হাসপাতালে। ৯৮ বছর বয়সি এই কিংবদন্তি অভিনেতা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

অপর একজন লিখেছেন, ‘দিলীপ কুমার স্যার দ্রুত সুস্থ হয়ে উঠুন। আল্লাহ আপনাকে সুস্থ শরীর ও রোগমুক্তি দান করুন।’

দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য সিনেমা হলো- ‘নয়া দৌড়’, ‘মধুমতি’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘দাগ’, ‘কোহিনূর’, ‘পয়গাম’, ‘আদমি’, ‘শক্তি’, ‘লিডার’ ইত্যাদি। তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা। তার কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। এছাড়া ১৯৯৪ সালে সম্মানসূচক দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি।

চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। পরবর্তী সময়ে সুস্থ হলে বাড়িতেও ফেরেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে বলিউডের ‘ট্র্যাজিডি কিং’খ্যাত এই অভিনেতা।