রাজধানীর পল্টন থানার দায়ের করা আরেক মামালায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে (৫০) রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৪ জুলাই) পাঁচ দিনের রিমান্ড শেষে পল্টন থানায় করা মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৫ মে এক মামলায় এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ৮মে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে বাদী হয়ে একাধিক মামলা দায়ের করেন পুলিশ।