রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত আরেকজন মারা গেছেন। তার নাম সুভাষ চন্দ্র সাহা (৬২)। তাকে নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জন।
সোমবার (৫ জুলাই) রাতে অবস্থার অবনতি ঘটল তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয় বলে সিটিটিসি পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার জানিয়েছেন।
মোদাচ্ছের কায়সার বলেন, দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত জখম হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুভাষের মরদেহ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তার ছেলের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
এক ছেলে এক মেয়ের জনক সুভাষ সাহা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৃত মনমোহন সাহার ছেলে। তিনি পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।