বিনোদন

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নাসিরউদ্দিন শাহ

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ৭০ বছর বয়সী এই অভিনেতা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন।

বুধবার (৭ জুলাই) বলিউডের বর্ষীয়ান এই অভিনেতার বাড়ি ফেরার খবরটি জানিয়েছেন তার ছেলে ভিভান। সামাজিক যোগাযোগমাধ্যমে দু’টি ছবি পোস্ট করেন তিনি। একটিতে রত্না পাঠক (নাসিরের স্ত্রী ও অভিনেত্রী) ও নাসিরউদ্দিন শাহকে দেখা গেছে। রত্না পাঠক জামাকাপড় ভাঁজ করছেন, অপরদিকে নাসিরউদ্দিন শাহ ফোন নিয়ে ব্যস্ত। দ্বিতীয় ছবিতে শুধু নাসিরউদ্দিন শাহকে দেখা গেছে। প্রথম ছবির ক্যাপশনে ভিভান লেখেন, ‘আজ সকালে তিনি ছাড়া পেলেন’ এবং দ্বিতীয়টিতে লেখেন, ‘বাড়ি ফিরলেন’।

নাসিরউদ্দিন শাহ গত ৩০ জুন হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার ম্যানেজার বলেন, ‘তিনি দুই দিন ধরে হাসপাতালে আছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। নিউমোনিয়ার কারণে তাকে হাসাপাতালে নেওয়া হয়েছে। তার ফুসফুসে প্যাচ পাওয়া গেছে এবং এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। তার বর্তমান অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।’