বিজ্ঞান-প্রযুক্তি

কাছাকাছি আসছে মঙ্গল-শুক্র-চাঁদ

মঙ্গলবার (১৩ জুলাই) সাক্ষী থাকা যাবে ঐতিহাসিক এক মহাজাগতিক ঘটনার। পৃথিবীর দুই প্রতিবেশী গ্রহ মঙ্গল ও শুক্র একে অপরের সবচেয়ে কাছাকাছি আসবে। ফলে এক সারিতে শুক্র-মঙ্গল ও চাঁদকে দেখা যাবে। এ ঘটনাকে প্লানেটারি কনজাকশন বলা হয়। পরিষ্কার আকাশে খালি চোখেই উপভোগ করা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মঙ্গল ও শুক্র গ্রহের এই কাছে আসার প্রক্রিয়া গত ৮ জুলাই থেকে শুরু হয়েছে। পৃথিবী থেকে গ্রহ দুটিকে তারার মতো দেখতে লাগলেও বোঝা যাবে যে, গ্রহ দুটি একই সারিতে কাছাকাছি চলে এসেছে।

আগামী ১৩ জুলাই মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি দূরে অবস্থান করবে। ১২ জুলাই রাতে চাঁদের কাছাকাছি চলে আসবে এই দুই প্রতিবেশী গ্রহ। চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি দূরে দুটি গ্রহের অবস্থান ঘটবে। এদিন রাতের আকাশে দুটি গ্রহ ও চাঁদকে একই সারিতে দেখা যাবে। এ ঘটনাকে ট্রিপল কনজাকশন বলা হয়। ১৩ জুলাই মঙ্গল ও শুক্র গ্রহকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে।