১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ‘ব্যাকআপ’ হিসেবে ফিরেই বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাট থেকে প্রথম ইনিংসে আসে অপরাজিত ১৫০ রান। তাসকিন আহমেদের সঙ্গে নবম উইকেটে গড়েন দেশসেরা জুটি। কিন্তু তৃতীয় দিনের খেলা শুরুর আগে গুঞ্জন ওঠে, সাদা পোশাক একবারের জন্য তুলে রাখতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। এমনকি শেষ দিন তাকে গার্ড অব অনারও দিয়েছেন সতীর্থরা। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন মুমিনুল হক।
২২০ রানের জয়ের পর বাংলাদেশের অধিনায়ক এই বিষয়টি নিয়ে বলেছেন, ‘এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে কথা বলার আমার জন্য কঠিন। এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে।’ ম্যাচে মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে মুমিনুলের বক্তব্য, ‘লিটন আর রিয়াদ ভাইয়ের জুটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ১৬০ রানে ৬ উইকেট পড়ে গেছে। তখন কিন্তু একটা জুটি খুবই দরকার ছিল। রিয়াদ ভাই যে ইনিংসটা খেলেছেন, সেটা অসাধারণ।’
মাহমুদউল্লাহর অবসর সম্পর্কে জানার পর প্রতিক্রিয়া কী ছিল জানতে চাইলে মুমিনুল বললেন, ‘আমি তো আগেই বললাম, এই ব্যাপারে কোনো কিছু বলা কঠিন। আমি জানি জটিল কিছু না (কমেন্ট করা)। অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে আমার খারাপ লাগার কথা, যদি খারাপ না লাগে সেটা অবশ্যই অস্বাভাবিক।’