নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৫২ জনকে হত্যার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে সিআইডির মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে শনিবার (১৭ জুলাই) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে যাবেন সিআইডি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ইমাম হোসাইন।
এর আগে ঘটনার সার্বিক অবস্থা বিবেচনায় মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। এর পরেই মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় শুধু অগ্নিকাণ্ড নয়, বিস্ফোরণও ঘটে। ওই কারখানার প্রতিটি ফ্লোরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ছিল। এসব বিষয়ে তদন্ত করবে সিআইডির বিশেষজ্ঞ দল।
উল্লেখ্য, গত ৮ মে বিকেলে রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভেতরে পুড়ে মারা যান ৪৯ জন শ্রমিক। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আগুন থেকে বাঁচতে কারখানা ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে মারা যান তিনজন।
এ ঘটনায় করা মামলায় ইতোমধ্যে সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও তার দুই ছেলেসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।