খেলাধুলা

লুইসের ব্যাটিং তাণ্ডবে শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের জয়

আরেকটি হাইভোল্টেজ ম্যাচ। আরেকটি রান উৎসবের উপলক্ষ্য। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ হতাশ করেননি। ২২ গজে চার-ছক্কার ফোয়ারা। ব্যাটে অজস্র রান। যেখানে একক আধিপত্যে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন এভিন লুইস। 

বাঁহাতি ব্যাটসম্যানের ৩৪ বলে ৭৯ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে ২০০ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া সবচেষ্টা করেছিল। কিন্তু ১৬ রানের হিসেব মেলাতে পারেনি তারা। ফলাফল ৪-১ ব্যবধানে সিরিজ হার। 

সেন্ট লুসিয়ায় আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনিংয়ে আন্দ্রে ফ্লেচার মাত্র ১২ রান করেন। ক্রিজ গেইলের ব্যাট থেকে ৭ বলে ২টি করে চার ও ছক্কায় আসে ২১ রান। সিমন্সও করেন ২১ রান। ৩১ রানের বেশি করতে পারেননি অধিনায়ক নিকোলাস পুরান। 

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে লুইস ছিলেন দুর্দান্ত। একপ্রান্ত আগলে নিজের মতো করে ব্যাটিং করে যান। ৩৪ বলে ৭৯ রান করেন ৪ চার ও ৯ ছক্কায়। এরপর মিচেল মার্শের বলে সাজঘরে ফেরেন। তার আউটের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউ হাল ধরতে পারেননি। শেষ দিকে ১২ রান করে দলের রান ১৯৯ তে নিয়ে যান হেইডেন ওয়ালশ।  

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩৭ রানে ৩ উইকেট নেন অ্যান্ডু টাই। ২টি করে উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা ও মিচেল মার্শ । 

অস্ট্রেলিয়ার টপ ও মিড অর্ডারের তিন-চার ব্যাটসম্যান রান পেলেও কেউ বড় ও ঝড়ো ইনিংস খেলতে পারেননি। অ্যারন ফিঞ্চ ২৩ বলে ৩৪ রান করে সীমানায় অ্যালেনের অসাধারণ ক্যাচে আউট হন। মিচেল মার্শের ব্যাট থেকে ১৫ বলে আসে ৩০ রান। ম্যাথু ওয়েড ১৮ বলে করেন ২৬ রান। শেষ দিকে টাই ১৫ ও সোয়েপসন ১৪ রান করে খানিকটা লড়াই করলেও ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের দেখা পাননি তারা। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে পেসার শেলডন কর্টেল ও আন্দ্রে রাসেল ৩টি করে উইকেট নিয়েছেন। হেইডেন ওয়ালশ পেয়েছেন ১ উইকেট। 

অসাধারণ ইনিংসে লুইস ম্যাচসেরা এবং ১২ উইকেট নিয়ে স্পিনার হেইডেন ওয়ালস সিরিজ সেরা নির্বাচিত হন। 

দুই দল তিনটি ওয়ানডে খেলবে। ২১ ‍জুলাই প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।