বর্ণবাদের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদদের সবসময় সরব থাকতে দেখা যায়। ইউরোর ফাইনালে তিন ইংলিশ ফুটবলার ভক্তদের বর্ণবাদের শিকার হওয়াররেশ না কাটতেই এবার অলিম্পিক উপলক্ষে প্রীতি ম্যাচ খেলা চলাকালীন সমই ঘটলো এই ঘটনা।
অলিম্পিক ফুটবল শুরু হওয়ার আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি-হন্ডুরাস। এই ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগেই জার্মানরা মাঠ ছাড়ে বর্ণবাদের অভিযোগ এনে।
দলের ডিফেন্ডার জর্ডান তুনারিগা বর্ণবাদের শিকার হওয়ায় মাঠ ছেড়ে যান জার্মানরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
১-১ সমীকরণে থাকা খেলাটি যাচ্ছিল শেষের দিকেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটায় আর সম্ভব হয়ে ওঠেনি খেলা।
জার্মানির সাবেক খেলোয়াড় ও অলিম্পিক দলের কোচ স্টেফান কুন্টজ বলেন, 'যখন আমাদের একজন ফুটবলার বর্ণবাদের শিকার হন; তখন খেলার আর সুযোগ থাকে না।'
তবে হন্ডুরাস জাতীয় দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয় 'এটা ভুল বোঝাবুঝি হয়েছে।'
২২ জুলাই বৃহস্পতিবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির অলিম্পিক যাত্রা। আর হন্ডুরাস লড়বে রোমানিয়ার বিপক্ষে।