খেলাধুলা

খুশি মনে মিলানে পাড়ি জমালেন জিরুদ

চেলসির ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুদ ইতালিয়ান ক্লাব এসি মিলানে যাচ্ছেন। দুই পক্ষ থেকেই বিষয়টি চূড়ান্ত হলেও চুক্তির অঙ্ক নিয়ে কেউই মুখ খোলেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৮ সালে ১৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল থেকে চেলসিতে আসেন এই ফরাসি স্ট্রাইকার।  তিন বছর ছিলেন স্ট্যামফোর্ড ব্রিজে।

চেলসি ছাড়া নিয়ে ৩৪ বছর বয়সী জিরুদ টুইটারে তার অনুভূতি প্রকাশ করেন। জিরুদ জানান, 'নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি নির্ভার ও খুশি মনে।'  

জিরুদ আরও লেখেন, 'এফ এ কাপ, ইউরোপা লিগ ও চাম্পিয়ন্স লিগে আমাদের জয় ছিল তাৎপর্যপূর্ণ।'

বিদায়ের আগে সকল সতীর্থদের ধন্যবাদ জানিয়ে জিরুদ বলেন, 'চেলসির সকল অনুরাগী, আমার সতীর্থ, সকল কোচ এবং পুরো ক্লাবকে এই বিশেষ মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ।'