পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে টানা ছয়দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি।
সোমবার (১৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
সভাপতি জানান, সোমবার সকাল থেকে আগামী শনিবার পর্যন্ত ভারত থেকে এই বন্দরে কোন প্রকার পণ্য আমদানি করবে না আমদানি রপ্তানিকারকরা। আবার রোববার সকাল থেকে পণ্য আমদানি যথারীতি শুরু হবে।
হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান, ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আজ সোমবার এবং আগামী শনিবার পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। কারণ আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বন্দরে সরকারি ছুটি রয়েছে।