জাতীয়

দেশে নতুন উপজেলা হচ্ছে ৩টি

দেশে আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো—কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। এ তিনটিসহ বাংলাদেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শান্তিগঞ্জ’।

সোমবার (২৬ জুলাই) নিকার সভা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর আগে থানা ছিল। উপজেলা হওয়ার জন‌্য যেসব ক্রাইটেরিয়া আছে, সেগুলো পুরোপুরি পূরণ করে না এসব থানা। কিন্তু এ তিনটিই রিমোট (দুর্গম) এরিয়া। এজন্য নিকার অনুমোদন করেছে। একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে, এর পর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে, যাতে এমন প্রস্তাব না আনা হয়।’