নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডের সেজান জুসের কারখানায় আগুন লাগার ঘটনায় পুড়ে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে ৩০ জন নারী ১৫ জন পুরুষ।
সোমবার (২ আগস্ট) বিকেলে সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।
রোমানা আক্তার বলেন, তিনটি মরদেহের শনাক্ত করা যায়নি। সেগুলো নিয়ে কাজ চলছে।এই তিনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরই সবগুলো মরদেহের প্রোফাইল হাসপাতাল ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
সিআইডি সূত্রে জানা যায়, মরদেহ শনাক্ত করার জন্য সিআইডি দুটি পদ্ধতি অবলম্বন করে। প্রথমত ঘটনাস্থল থেকে নিহত ৪৮ জনের শরীর থেকে নমুনা এবং পরবর্তী সময়ে ৬৯ জন স্বজনের নমুনা সংগ্রহ করে তা ম্যাচ করা হয়। এরপরই ওই ৪৫ জনের মরদেহ শনাক্ত করে সিআইডি।
প্রসঙ্গত, গত ৮ জুলাই কারখানাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে ৪৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়। যারা কারখানার শ্রমিক ছিলেন। এছাড়া আরও ৩ জন মারা যায়। এ ঘটনায় ৫১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে পুলিশ রূপগঞ্জ থানায় বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে।