ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে একমাস ২ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বিশ্ব রেকর্ড ভাঙলেন নরওয়ের কারস্টেন ওয়ারহোম। ওসলোতে গত ১ জুলাই কেভিন ইয়াংয়ের ১৯৯২ সালের গড়া রেকর্ড ভেঙে দেন ৪৬.৭০ সেকেন্ড টাইমিংয়ে। মঙ্গলবার (৩ আগস্ট) টোকিও অলিম্পিক গেমসে নিজের গড়া ওই রেকর্ড আবার ভাঙলেন ০.৭৬ সেকেন্ড কম সময় নিয়ে।
২৫ বছর বয়সী ওয়ারহোম ৪৫.৯৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সোনা জেতেন। আমেরিকান রাই বেনজামিনও আগের বিশ্বক রেকর্ডকে পেছনে ফেলেছেন, ৪৬.১৭ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা। ব্রাজিলের আলিসন দস সান্তোস ব্রোঞ্জ পদক পান ৪৬.৭২ সেকেন্ড টাইমিংয়ে।
ইউরোপিয়ান, বিশ্ব ও অলিম্পিক- সবগুলোতেই শ্রেষ্ঠত্ব এখন ওয়ারহোমের দখলের। তিনি বলেছেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। আমি আনন্দের শিখরে। সময়টা বিশ্বাস করতে পারছি না, অনেক দ্রুত!’