জাতীয়

‘টিকা ছাড়া বের হওয়া যাবে না এ সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় নেয়নি’

টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের বেশি বয়সি কেউ বাইরে বের হতে পারবে না বলে বিভিন্ন মাধ্যমে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া বা নেওয়া হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। 

তিনি বলেন, দ্রুত ১৮ বছরের বেশি বয়সি সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। 

এর আগে মঙ্গলবার (৩ অগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছিলেন, ১১ আগস্ট থেকে ১৮ বছরে বেশি বয়সী লোকজন বাইরে বের হলেই শাস্তির মুখোমুখি হতে হবে। টিকা গ্রহণ ছাড়া দোকানপাটসহ কর্মস্থলে যাওয়া যাবে না। মানুষের চলাচলের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।  টিকা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনে অধ‌্যাদেশ জারি করে শাস্তির বিধান নির্ধারণ করা হবে।

পড়ুন: টিকা না নিয়ে বের হলে শাস্তি