পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
পাবনা প্রেস ক্লাবের পূর্বঘোষিত তিনদিনের কর্মসূচির প্রথমদিনে রোববার (৮ আগস্ট) দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে প্রতিবাদী মৌন মিছিল বের করেন গণমাধ্যমকর্মীরা। মৌন মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপর মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, তিনি এটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেবেন।
এ সময় প্রেস ক্লাব সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার (৭ আগস্ট) সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। সেখানে মামলা প্রত্যাহারে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়।
সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।