ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৫০ জয় নিয়ে অধিনায়কত্ব ছাড়েন বাংলাদেশের ক্রিকেটের পালাবদলের নায়ক।
তার টি-টোয়েন্টি রেকর্ডও বেশ ভালো। ২৮ ম্যাচে তার অধীনে দল জিতেছে ১০টি। হেরেছে ১৭টি। শ্রীলঙ্কার মাটিতে জয় নিয়ে ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে অবসরে যান মাশরাফি। এরপর সাকিবের হাত ঘুরে মাহমুদউল্লাহর কাছে আসে নেতৃত্ব। ২২ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাশরাফির রেকর্ডে ভাগ বসিয়েছেন মাহমুদউল্লাহ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে জয় নিয়ে মাশরাফিকে ছুঁয়েছেন মাহমুদউল্লাহ। ২২ ম্যাচ তার অধীনে দল জিতেছে ১০টি, হেরেছে ১২টি। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে হয়তো এই সিরিজেই মাশরাফিকে ছাড়িয়ে যেতে পারতেন মাহমুদউল্লাহ। তবে খুব বেশিদিন তাকে অপেক্ষা করতে হচ্ছে না। সামনেই আসছে নিউ জিল্যান্ড। কিউইদের বিপক্ষে খেলবে পাঁচ টি-টোয়েন্টিতে। যেভাবে দল ঘরের মাঠে পারফর্ম করছে সেই ধারাবাহিকতা থাকলে নিশ্চিত মাহমুদউল্লাহ সবাইকে চাড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ ২৩ ম্যাচ খেলে জিতেছে ৮টিতে। সাকিবের নেতৃত্বে ২১ ম্যাচে জয় ৭টিতে। মোহাম্মদ আশরাফুল ১১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন দুই ম্যাচ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফল ৫ অধিনায়ক:
মাহমুদউল্লাহ রিয়াদ- ২২ ম্যাচে ১০ জয় (৪৫.৪৫ শতাংশ)
মাশরাফি বিন মুর্তজা-২৮ ম্যাচে ১০ জয় (৩৭.০৩ শতাংশ)
মুশফিকুর রহিম-২৩ ম্যাচে ৮ জয় (৩৬.৩৬ শতাংশ)
সাকিব আল হাসান-২১ ম্যাচে ৭ জয় (৩৩.৩৩ শতাংশ)
মোহাম্মদ আশরাফুল-১১ ম্যাচে ২ জয় (১৮.১৮ শতাংশ)