খেলাধুলা

শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২১’। ১৬ ইভেন্ট থাকবে এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে পুরুষ সদস্যদের জন্য ৯টি ও নারী সদস্যদের জন্য ৭টি। সকল ইভেন্টই স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালিত হবে।

এ বিষয়ে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের পর আমরা শুরু করতে যাচ্ছি ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব। এবারের এই উৎসবে পুরুষদের ৯টি ও নারীদের ৭টি ইভেন্ট থাকবে। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক হিসেবে ওয়ালটনের সঙ্গে এটা আমার প্রথম আয়োজন। আশা করি সবার সহযোগিতায় সফলভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ ওয়ালটন গ্রুপকে।’

ক্রীড়া উৎসবের বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে ওয়ালটন পরিবার সব সময়ই রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও ক্রীড়া উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি অন্যান্যবারের মতো এবারও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সাফল্যের সঙ্গে এই আয়োজন সম্পন্ন হবে।’

উল্লেখ্য, ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এবারের এই ক্রীড়া উৎসবের সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।