জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক সকালে রেলওয়ে পার্কিংস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রানেশ চন্দ্র দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুখছিল মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, সাবাসপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ফখর উদ্দিন চৌধুরী, নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন দিলু, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আছকির মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার প্রমুখ।
আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করে মিলাদ মাহফিল শেষে মোনাজাত করা হয়।
বিকেলে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়। এছাড়া কাজীরগাঁও-লাদিয়া রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয়।