অন্য দুনিয়া

প্রেমিকার জন্য তরুণীর সাজে পরীক্ষার হলে প্রেমিক, অতঃপর...

প্রেমে পড়লে ভালোবাসার মানুষের জন্য চাঁদ-তারা এনে দিতেও প্রস্তুত থাকেন প্রেমিক। সেনেগালের বাসিন্দা খাদিম এমবুপেও ব্যতিক্রম নন। কিন্তু তিনি যা করেছে তা একটু ভিন্ন ঘটনাই বলা চলে।

প্রেমিকার জন্য তরুণী সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন এই যুবক। পরীক্ষাকেন্দ্রে ঢুকতে অন্তর্বাস, নকল চুল এমনকি নারীদের মতো মেকআপও করেন তিনি। এভাবে তিন দিন পরীক্ষাও দেন। কিন্তু কথায় আছে— চোরের দশ দিন গৃহস্থের একদিন। তার এই বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন শিক্ষক। পরে পুলিশে সোপর্দ করেন।

পরে পুলিশের কাছে পুরো বিষয়টি স্বীকার করেন খাদিম এমবুপে। জানান, গ্যাস্টন বার্জার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। গাঙ্গু ডিওম নামের এক তরুণীর সঙ্গে তার গভীর প্রণয়। এদিকে তরুণী ইংরেজিতে খুবই দুর্বল। ফেল করার ভয়ে অসুস্থ হয়ে পড়ছিলেন। এই অবস্থায় এগিয়ে আসেন তিনি। প্রেমিকার প্রতি ভালোবাসা থেকেই কাজটি করেছেন।