ছয় ঋতুর দেশ বাংলাদেশ। মাসখানেক পরেই হয়ত শীতের আবরনে ছেয়ে যাবে দেশ। পূর্ব প্রস্তুতি হিসেবে দেশীয় পণ্যের বাজারে অনেক ব্যবসায়ী বা তাঁতিরা শাল এবং শালের বুনন নিয়ে ব্যস্ত সময় পার করছে। শীতের পোশাকের মধ্যে ব্যাক্তি বিশেষে বাঙালী নারীর চাহিদা অনুযায়ী শালে নকশায় দেখা যায় ভিন্নতা। যেমনঃ মনিপুরী, জামদানী, বাটিক,খেশের মতো শালের চাহিদা রয়েছে ব্যপক। শপিংমলের পাশাপাশি অনলাইন উদ্যোক্তারাও তাদের কালেকশনে রেখে দিয়েছে বিভিন্ন ডিজাইনের দেশীয় শাল । দেশীয় সংস্কৃতির নকশায় করা ডিজাইন একটু ভিন্ন আঙ্গিকে তৈরি হয় আমাদের দেশেই।
দেশীয় এমন পোশাক বা শালের প্রচারনার অন্যতম মাধ্যম হতে পারে ই-কমার্স সেক্টর । বর্তমানে অনলাইনে দেশীয় শালের কন্টেন্ট নিয়ে উদ্যোক্তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে । এরফলে অনলাইনে দেশি শালের প্রচারনা বাড়ছে ।দেশীয় শালের জানা অজানা এসব বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আলোচনায় অংশগ্রহণ করছেন দেশীয় পণ্যের দুজন সম্মানিত অতিথি এবং ই-কমার্স ব্যবসায়ী কাকলী’স এট্যায়ারের স্বত্বাধিকারী কাকলী তালুকদার ও তেজস্বীর স্বত্ত্বাধিকারী ঊম্মে সাহেরা এনিকা।
রাইজিংবিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটি সম্প্রচারিত হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটির সঞ্চালনায় আছেন রাইজিংবিডির উদ্যোক্তা/ই-কমার্স পাতার কো-অর্ডিনেটর মিফতাউল জান্নাতী সিনথিয়া।