নাটোরের সিংড়া উপজেলায় দুই কৃষককে নির্যাতনের ঘটনায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মকলেছ আলী ইটালি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
রোববার (২২ আগস্ট) সকালে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত হোসেন ও বেলায়েত হোসেনের গরু মকলেছ আলীর আমন ধানের জমিতে যায়। এ সময় মকলেছ ও তার লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধরক পেটায় মকলেছ।
নির্যাতিত কৃষক শাহাদত হোসেনের ছেলে মেজর আলী ইউপি সদস্য মকলেছ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেছেন। শাহাদত হোসেন ও বেলায়েত হোসেন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানিয়েছেন, নির্যাতিত কৃষকের পরিবারের দায়ের করা মামলায় ইউপি সদস্য মখলেছ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।