আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। আগামী ৩১ আগস্টের মধ্যে সেনা সরিয়ে না নেওয়া হলে পরিণতি ভয়াবহ বলে জানিয়েছে দেশটি।
নির্দিষ্ট সময়ের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও সহযোগী আফগানদের বের করে এনে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
তালেবান জানায়, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যদি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার অব্যাহত রাখতে অতিরিক্ত সময় চায়, তবে তালেবান তাতে সম্মতি দেবে না বরং এতে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এদিকে, ৩১ আগস্টের মধ্যে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।