সারা বাংলা

হিলি সীমান্তে ৯০ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী পৃথক অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন- হিলির ধরন্দা গ্রামের নজু মন্ডলের ছেলে শাহাবুল ইসলাম (২৮) ও একই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল (৩০)। অপর দিকে হিলি মধ্য বাসুদেবপুর (স্টেশন পাড়ার) মৃত হাসমত আলীর ছেলে বাবু (৩৪) এবং একই এলাকার রফিক উদ্দিনের ছেলে হৃদয় (১৯)।

বুধবার (২৫ আগস্ট) রাত ১ টা ৩০ মিনিটে ৫২ ও ৩৮ বোতল ফেন্সিডিল সহ নিজ নিজ এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

বিয়ষটি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

তিনি রাইজিংবিডিকে জানান, রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে সীমান্তের দুইটি গ্রাম ধরন্দা ও স্টেশন পাড়ায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করি।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।