লাইফ সাপোর্ট খুলে দেওয়ার এক সপ্তাহ পর ক্যানবেরায় স্ত্রী-সন্তানদের কাছে ফিরে গেলেন নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। জীবন বাঁচানো গেলেও তার দুই পা প্যারালাইজড হয়ে গেছে বলে নিউ জিল্যান্ডের গণমাধ্যম স্টাফডটকম জানিয়েছে।
গত ১১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সিডনির সেন্ট ভিনসেন্ট’স হাসপাতালে তার হৃদপিন্ডে বড় ধরনের অস্ত্রোপচার হয়। দুইবার ছুরি কাঁচির নিচে যেতে হয়েছিল তাকে। তারপর এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি, ২০ আগস্ট তা খুলে দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগও করতে পারছিলেন সাবেক এই কিউই তারকা।
এবার জানা গেল, ওই অস্ত্রোপচারের সময় স্পাইনে স্ট্রোকের কারণে প্যারালাইজড হয়ে গেছে কেয়ার্নসের পা। ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের অবস্থা এখনো গুরুতর হলেও স্থিতিশীল।
শুক্রবার তার আইনজীবী অ্যারন লয়েডের উদ্ধৃতি দিয়ে স্টাফডটকম জানায়, ‘সিডনিতে ক্রিসের জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচারের সময় তার স্পাইনে স্ট্রোক হয়। তাতে করে তার পা প্যারালাইজ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার একটি বিশেষজ্ঞ স্পাইনাল হাসপাতালে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হবে তাকে। এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় সবার অফুরন্ত সমর্থনে সাধুবাদ জানিয়েছেন ক্রিস ও তার পরিবার। একই সঙ্গে তাদের গোপনীয়তার প্রতি সম্মান রাখায় কৃতজ্ঞ তারা।’
কেয়ার্নস এখন পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানান অ্যারন, ‘ক্রিস ও তার পরিবার এখন একসঙ্গে যেখানে সম্ভব সময় কাটাতে চান। তার সেরে ওঠার জন্য যা করা দরকার, সেদিকে মনোনিবেশ করবেন। আরো খবর আসলে আমরা প্রত্যেককে সঙ্গে সঙ্গে জানাব, সম্ভবত দেরি হবে।’