জাতীয়

দেশব্যাপী দাওয়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

‘চারা রোপণ করুন,বৃক্ষে পরিণত করুন’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ। এক সপ্তাহ চল‌বে এ কর্মসূচি।

সংগঠন‌টির সমাজকল্যাণ বিভাগের উদ‌্যোগে শুক্রবার (২৭ আগস্ট) জুমার নামাজ শে‌ষে মিরপুর ১১ নম্ব‌রে মাদরাসাতুল মদিনা প্রাঙ্গণে আলোচনা সভা ও গাছের চারা রোপণের মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি।

দাওয়াতে ইসলামীর ঢাকা উত্তর কমিটির নেতা ফোজায়েল আত্তারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সৈয়দ আলফেসানী আত্তারি।

এদ‌ি‌কে, দাওয়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হি‌সে‌বে মুন্সীগঞ্জ সদর থানার মালির পাথরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। উদ্বোধক ছিলেন দাওয়াতে ইসলামীর শিক্ষা বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী। বিশেষ অতিথি ছিলেন দাওয়াতে ইসলামীর ফয়জানে মুর্শিদ বিভাগের জিম্মাদার মুহাম্মদ নুরুল আমিন আত্তারি।

প‌রে অতি‌থি‌দের স‌ঙ্গে নি‌য়ে মালির পাথর প্রাইমারি স্কুল মাঠ, রাস্তা, পথকলি মাঠ, মুন্সীগঞ্জ পৌরসভা, পশ্চিম দেওভোগ এলাকায় গা‌ছের চারা রোপণ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা দাওয়াত ইসলামীর সভাপতি মাইনুদ্দিন আত্তারি সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব‌্যে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ব‌লেন, ‘প‌রি‌বেশের ভারসাম‌্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। যত বে‌শি গা‌ছ ‌রোপণ করা যা‌বে, প‌রি‌বেশদূষণ ততই কমবে।’

গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, হবিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, নিলফামারীসহ দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দাওয়াতে ইসলামী।