সারা বাংলা

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এরশাদ মিয়া (৪০) নামে এক রেল কর্মচারীর (ওয়েম্যান) মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এরশাদ মিয়া মাধবপুর উপজেলার বড়ধলিয়া গ্রামের তাজু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই হারুনুর রশিদ বলেন, ‘বুধবার রাতে উপজেলার ইটাখোলা স্টেশনের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের নিচে কাটা পড়েন এরশাদ মিয়া। ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।’