কাগজে কলমে ম্যানচেস্টার সিটির সঙ্গে এই যাত্রা শেষ হবে ২০২৩ সালের গ্রীষ্মে। পেপ গার্দিওলা তারপর আরও বড় কোনো চ্যালেঞ্জ নিতে চান। আন্তর্জাতিক ফুটবলে চোখ স্প্যানিশ কোচের। আর হাসিমুখে তাকে সেই জায়গাটি দিয়ে দিতে চান স্পেনের বর্তমান কোচ লুইস এনরিকে।
দুজনই বার্সেলোনার সফলতম কোচ ছিলেন। একজন এখনও ক্লাব ফুটবলে থেকে গেলেও আরেকজন জাতীয় দলে। এনরিকে বললেন, গার্দিওলা চাইলে তাকে আন্তর্জাতিক ফুটবলের দায়িত্ব দিয়ে দিতে দ্বিধাবোধ করবেন না।
কসোভোর বিপক্ষে বুধবারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে এমন কথা বলেছেন এনরিকে, ‘সেটা হলে ভালোই লাগবে, আমি চাই (গার্দিওলা) স্পেনের কোচ হন। এটা হবে দারুণ ব্যাপার। আর বেশি কী চাই। আমাদের জাতীয় দল তার অধীনে খেলবে, এটা দেখতে পারলে খুশি হব। আমি মনে করি না এর চেয়ে ভালো একজন কোচ পাবে স্পেন।’
ম্যানসিটিকে তিনটি প্রিমিয়ার লিগ জেতানো গার্দিওলা গত বছরের নভেম্বরে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেন। গত মাসে সাবেক বার্সা কোচ আন্তর্জাতিক ফুটবলে ডাগআউটে থাকার আগ্রহ প্রকাশ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘পরের ধাপ হবে কোনো একটি জাতীয় দলে, যদি সম্ভাবনা থাকে। আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কিংবা কোপা আমেরিকা অথবা বিশ্বকাপে কোচিং করাতে চাই। সেই অভিজ্ঞতা হলে ভালো লাগবে।’