শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) পরিচালনা পর্ষদ দুইটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি একটি মার্চেন্ট ব্যাংকিং কোম্পানি এবং একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করবে।
তথ্য মতে, মার্চেন্ট ব্যাংকিং কোম্পানির নাম হবে ‘এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড’। আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম হবে ‘এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’।
এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দুটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা করে ও পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা করে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই সাউথ বাংলা ব্যাংক সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে পারবে।