জাতীয়

রাজধানীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছন। 

আনোয়ার হোসেন মীর (৫৪) ডেমরা এলাকায় থাকতেন। তিনি ফেনীর পরশুরাম থানার নূর হোসেন মীরের ছেলে। 

এসআই জানান, যাত্রাবাড়ীর কাজলায় এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহ ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।