ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। ঢাকা মহানগর দক্ষিণে ওয়ার্ড ও থানায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার কাযক্রম শুরু করেছে বিএনপি। ওয়ার্ড ও থানা পর্যায়ে পদ প্রত্যাশীদর মাঝে ফরম বিতরণ শুরু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে ওয়ার্ড ও থানার তথ্য ফরম বিতরণের আনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রফিকুল আলম মজনু বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত ওয়ার্ড ও থানার পদ প্রত্যাশীদের ঘোষিত সাংগঠনিক টিমের কাছে থেকে যথাসময়ে যথাস্থান থেকে তথ্য ফরম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণের মাধ্যমে উল্লেখিত দিন ও সময়ের মধ্যে জমা দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ প্রমুখ।