পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘সাগরের অব্যাহত ভাঙনে দিন দিন ছোট হয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এ ভাঙন রোধসহ সৈকতের উন্নয়নে সাড়ে ৯০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের কারিগরি বিষয় নিয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। ’
বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
জাহিদ ফারুক বলেন, ‘এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটা সৈকত বিশ্বের বুকে একটি দৃষ্টি নন্দন সমুদ্র সৈকত হিসেবে পরিচিতি লাভ করবে। ’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তড়িঘড়ি করে ভাঙন প্রতিরোধ সম্ভব নয়। আপাতত জিও টিউব দিয়ে বালুক্ষয় রোধের চেষ্টা করা হচ্ছে। যাতে সৈকতের প্রশস্ততা বৃদ্ধি পায়।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নানসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে বিকেলে মন্ত্রী পায়রা বন্দর হয়ে ধানখালী, লালুয়া ও নিজামপুরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।