শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার জোর প্রস্তুতি চলছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রাক-প্রাথমিক স্তর খোলার বিষয়ে এখনও কিছু চিন্তা করা হয়নি। কিছু জায়গায় করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক স্কুলগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদারকি করছে।’
তিনি বলেন, ‘মাধ্যমিকে-উচ্চমাধ্যমিকেও সারাদেশে কিছু সমস্যার রিপোর্ট পেয়েছি। তবে যেখানেই করোনা সংক্রমণের তথ্য আসছে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।’