সারা বাংলা

‘সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে’

নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ বলেছেন, ‘পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এ দেশ আমাদের।  আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। ’

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সংগঠনের মধ্যে তিন হাজার গাছের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রত্না আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই। পরিবেশ রক্ষায় সবচেয়ে বেশি উপযোগী হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা।

মাধবপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শামসুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিথ ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হাদু, যুবলীগ নেতা জামাল মোল্লাসহ প্রমুখ।