ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ডিম ছুড়ে মারা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) এক আন্তর্জাতিক খাদ্য মেলায় ভিড়ের মধ্য থেকে তাকে উদ্দেশ্য করে এই ডিম ছুড়ে মারা হয়। যদিও ডিমটি ফাঁটেনি। ডিমটি তার কাঁধে পড়ে না ফেটেই নিচে পড়ে যায়। খবর আল জাজিরা ও সিএনএনের।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় ম্যাক্রোঁ মেলায় হাঁটছেন। হঠাৎ ভিড়ের মধ্য থেকে তার দিকে ডিম ছুড়ে মারা হয়। সেটি তার কাঁধে পড়ে না ফেটেই নিচে পড়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে ম্যাক্রোঁর দুজন দেহরক্ষী তাকে রক্ষা করতে তৎপর হয়ে উঠেন।
অন্যদিকে যিনি ডিম ছুড়ে মেরেছেন তাকে পোশাকধারী বাহিনীর সদস্যরা আটক করেন। তারা তাকে ধরে নিয়ে গেছেন।
এই ঘটনার পর ম্যাক্রোঁ বলেছেন, ‘যদি আমাকে তার কিছু বলার থাকতো, তাহলে তিনি সেটা আমার কাছে এসে বলতে পারতেন।’
উল্লেখ্য, এর আগে গেল জুনে ম্যাক্রোঁকে থাপ্পর মেরেছিলেন এক যুবক। ওই ঘটনায় তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।