গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা ও কালিয়াকৈরে উপজেলার খাড়াজোর এলাকায় পৃথকভাবে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর ও সন্ধ্যা ৭ টার দিকে বানিয়াচাচালা ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের মধ্যনগর থানার রাজেন্দ্রপুর এলাকার আলী আকবরের মেয়ে সুফিয়া আক্তার (১৯) ও রাঙামাটি জেলার বিলাইছড়ি এলাকার সুদন্দ কুমারের ছেলে সুধীর বিকাশ (৩৫)।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা এলাকা রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক বাসের ধাক্কায় সুধীর নামের একজনের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো: খালেকুজ্জামান জানান, মোশারফ কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন সুফিয়া আক্তার। সন্ধ্যা ৭টায় ছুটির পর কারখানা থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুফিয়া আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।