ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরের উপ-নির্বাচনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট দেননি রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, বিকেল ৪টার পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নির্বাচনে জিততে না পারলে মুখ্যমন্ত্রীর পদ থাকবে না তার।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার কম। ভোট পড়েছে ১৬ দশমিক ৫৭ শতাংশ। ভবানীপুরের ১০০ শতাংশ বুথেই ভোট ঠিকঠাক হচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন।
ভবানীপুর উপ-নির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, পশ্চিমবঙ্গ সরকার এখন ভয়ে আছে। এএনআই সংবাদ সংস্থাকে বিজেপি প্রার্থী বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আশাবাদী। নিরাপত্তা জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ। এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করছি। ’