কয়েক মাস আগে নির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করেন একক নাটক ‘পুনর্জন্ম’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। মুক্তির পর নাটকটি প্রশংসা কুড়ায়। দর্শক চাহিদা বিবেচনা করে নির্মিত হয়েছে এর সিক্যুয়েল। আগের মতো এবারো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। চ্যানেল আইতে প্রচারের পর গত ১ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে এটি।
মুক্তির চারদিনে নাটকটির ভিউ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২০ লাখ। নাটকটি দেখে সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা করছেন নাট্যপ্রেমীরা। ইউটিউবের কমেন্ট বক্সে গত চারদিনে মন্তব্য পড়েছে প্রায় ৯ হাজার। যাতে নেতিবাচক মন্তব্য খোঁজে পাওয়া দুষ্কর। সাফিনা নামে একজন লিখেছেন, ‘এত দেখি একের পর এক চমক! সবাই সেই লেভেলের খেলোয়াড়।’ বিস্ময় প্রকাশ করে সালেহীন লিখেছেন, ‘বাংলাদেশে নির্মিত এমন থ্রিলার নাটক আসলেই অভাবনীয়, প্রতিটি মুহূর্তে নাটকের শিহরণ অনুভব করেছি।’ আদুরী নামে একজন লিখেছেন, ‘পরিচালক ও সকল অভিনেতাকে ধন্যবাদ এমন দারুণ একটা নাটক উপহার দেওয়ার জন্য। দুটি পর্বই অসাধারণ হয়েছে।’
নাটকটির প্রথম পার্টের পর সিক্যুয়েল নির্মাণের দাবি জানিয়েছিলেন দর্শকরা। দ্বিতীয় পার্ট নির্মাণের পরও একই দাবি জানিয়েছেন তারা। সাকিব উদ্দিন সায়েম তৃতীয় কিস্তি নির্মাণের দাবি জানিয়ে লিখেন, ‘আমার মনে হয় এই নাটক বিভিন্ন ভাষায় ডাবিং করা দরকার। পুরো বিশ্ব তাক লাগিয়ে দেয়ার মতো একটি নাটক। তৃতীয় পর্বের অপেক্ষায় রইলাম।’ সুরিয়া লিখেছেন, ‘তৃতীয় পর্বের অপেক্ষায় রইলাম।’
দর্শক চাহিদা মাথায় রেখে এ নাটকের তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক ভিকি জাহেদ। এ বিষয়ে তিনি বলেন—‘‘পুনর্জন্ম ১’ এর গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই ২ এর গল্প শুরু হয়েছে। তেমনি ২ এর গল্প যেখানে শেষ হয়েছে একদম সেখান থেকেই ৩ এর গল্প শুরু হবে। এটা একটা কন্টিনিউয়াস সিরিজ। প্রতিটা পর্বের গল্প ইন্টারকানেক্টেড।’’
নিশো-মেহজাবীন ছাড়াও ‘পুনজন্ম ২’ নাটকে আরো অভিনয় করেছেন— খায়রুল বাসার, কাজী নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ।