বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তার বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন। এরপর থেকে অনেকেই এই অভিনেতার সমালোচনা করছেন।
এদিকে ‘বাইজুস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ। এই অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে দেখা যায় তাকে। তবে আরিয়ানের মাদক কাণ্ডের পর আপাতত শাহরুখকে দিয়ে করানো বিজ্ঞাপনগুলো বন্ধ করেছে ‘বাইজুস’।
আরিয়ানের মাদক কাণ্ডের পর শাহরুখের বিজ্ঞাপন নিয়ে সমালোচনা করেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, এই অভিনেতা নিজের ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেননি, তার মুখে অন্যের সন্তানকে শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। কেউ কেউ তাকে বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে বাইজুস। শাহরুখের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে তারা।
২০১৭ সালে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অনলাইনে শিক্ষাদানকারী এই সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করেন শাহরুখ। আপাতত এই অভিনেতার বিজ্ঞাপন বন্ধ করা হলেও এখনো সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।