অর্থনীতি

ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না করতে ব‌্যবসায়ীদের প্রতি আহ্বান

ব‌্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, ‘আমরা অবশ্যই ব্যবসা করব। কিন্তু এমন কিছু করব না, যাতে পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।’

রোববার (১৭ অক্টোবর) এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ‌্যের মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

জসিম উদ্দিন বলেন, ‘বাজার কারসাজিতে গুটিকয়েক অসাধু ব্যক্তির জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি নষ্ট হতে দেবো না।’

তিনি বলেন, ‘অর্থনীতি, শিল্পায়ন, কর্মসংস্থান, দারিদ্র‌্য দূরীকরণে সবচেয়ে বেশি অবদান রাখার পরও হাতেগোনা কয়েকজন ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজের ইমেজ নষ্ট হচ্ছে। এ ব্যবস্থা চলতে দেওয়া যায় না।’

সভায় সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘শ্যামবাজারে এক আড়ত থেকে আরেক আড়তে ভিন্ন ভিন্ন দামে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়। আবার খুচরা বাজারেও এক বাজার থেকে আরেক বাজারে দামের পার্থক্য কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এ অবস্থা অস্বাভাবিক। এর পেছনে অল্প কয়েকজন ব্যবসায়ী দায়ী।’

বাজার নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা আছে, উল্লেখ করে তিনি বলেন, ‘পেঁয়াজের দাম কমাতে সরকার দ্রুত আমদানি শুল্ক কমিয়েছে। এমন সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম কমেছে। হ্রাসকৃত হারে শুল্ক পরিশোধ করা পেঁয়াজ বাজারে আসার আগে দাম কমে যাওয়া স্বাভাবিক নয়। এ ঘটনাই বলে দেয়, পেঁয়াজের বাজারে অস্বাভাবিক কোনো বিষয় আছে। বাজারের এমন সিন্ডিকেট ভাঙতে এফবিসিসিআই কাজ করবে।’

মতবিনিময় সভায় এফবিসিসিআই সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. হাবিব উল্লাহ ডনসহ অন্যান্য পরিচালক, চাল ও পেঁয়াজের আমদানিকারক, আড়তদার, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও রাজধানীর বিভিন্ন বাজার সমিতির নেতারা উপস্থিত ছিলেন।