চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় অন্যতম আসামি অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলাকে বেনাপোল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই।
শনিবার (২৩ অক্টোবর) ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোলাকে গ্রেপ্তার করা হয়।
মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ চাকমা ভোলাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্র জানায়, আলোচিত মিতু হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সরবরাহ করেছিলেন এহেতেশামুল হক ভোলা। ইতোপূর্বে গ্রেপ্তার হয়ে কারাভোগ করে বেশ কিছুদিন জামিনে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পনের আদেশ দেন।
তবে বিচারিক আদালতে আত্মসমর্পন না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ভোলা। খবর পেয়ে পিবিআই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত সীমান্তের বেনাপোল বাজারের দুর্গাপুর বাজার রোড থেকে ভোলাকে গ্রেপ্তার করে পিবিআই।
গ্রেপ্তারের পর তাকে বেনাপোল থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এই মামলার প্রধান আসামি হিসেবে কারাবন্দি আছেন সাবেক আলোচিত পুলিশ সুপার মিতুর স্বামী বাবুল আক্তার।