সার্ভিকাল (জরায়ু) ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ কার্যকর হতে পারে হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি ভ্যাকসিন। প্রথমবারের মতো ব্যবহারিক তথ্য থেকে পাওয়া নথি থেকে এতথ্য জানা গেছে।
ল্যানসেট জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। ক্যান্সার রিসার্চ ইউকে এই অনুসন্ধানকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে।
ক্যান্সার রিসার্চ ইউকে জানায়, প্রায় সব ধরনের জরায়ুর ক্যান্সার ভাইরাস থেকে সৃষ্টি হয়। আশা করা হচ্ছে এইচপিভি টিকা এই রোগটিকে নির্মূল করতে পারবে।
বিশেষজ্ঞরা জানান, সফলতার অর্থ হলো যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের হয়তো কম জরায়ুর ক্ষতির পরীক্ষার প্রয়োজন পড়বে।
নারী শরীরে যতো ধরনের ক্যান্সার দেখা দেয় তার মধ্যে অন্যতম হলো জরায়ুর ক্যান্সার। প্রতি বছর এই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিন লাখের বেশি নারী মারা যান। মারা যাওয়াদের ১০ জনের মধ্যে ৯ জনের মৃত্যু নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে হয়। যেখানে জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষার সুযোগ কম রয়েছে। ধারনা করা হচ্ছে টিকার আওতায় আসলে ধনী দেশগুলোর চেয়ে নিন্ম ও মধ্যম আয়ের দেশগুলোতে বড় প্রভাব ফেলবে।
জরায়ুর ক্যান্সার নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার অংশ হিসেবে ১০০টিরও বেশি দেশ ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে।
যুক্তরাজ্যে ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়েদের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এছাড়াও ২০১৯ সাল থেকে দেশটির ছেলেদের রোগটি থেকে প্রতিরোধের জন্য টিকা দেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি।