জাতীয়

ধর্মঘটের তৃতীয় দিনে পথে ভোগান্তি

জ্বালানি তেলের দাম ‍বাড়ার পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট চলছে।

শুক্রবার (৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ ধর্মঘটের আজ রোববার (৭ নভেম্বর) তৃতীয় দিন। এদিন ভোগান্তি থাকলেও অতিরিক্ত ভাড়া গুণে রিকশা, সিএনজি কিংবা ভাড়ায় চালিত মোটরবাইকে যাতায়াত করছেন রাজধানীবাসী।

সরকারি অফিস, আদালত, ব্যাংকসহ সবধরনের প্রতিষ্ঠান খোলা। 

সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

তারা বলছেন, অফিসেও যেতে হবে। আবার পরিবহনের ব্যবস্থাও নেই। 

পড়ুন: বাস ভাড়া বাড়াতে বিআরটিএতে বৈঠক চলছে

         ধর্মঘট অব্যাহত, বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠক