বিনোদন

বাগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা

গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে—বাগদান সেরেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহন প্রভা। এ নিয়ে জোর জল্পনা চলছে শোবিজ অঙ্গনে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

বাগদানের খবরটি মিথ্যে বলে দাবি করেছেন প্রভা। এ অভিনেত্রী বলেন, ‘জীবন এমন কাউকে এখনো খুঁজে পাইনি। যাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি। যেসকল সংবাদমাধ্যম আমরা বাগদানের সংবাদ প্রকাশ করেছে তা সত্য নয়। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো। প্রতিদিনই কোনো না কোনো অনলাইন আমাকে নিয়ে এমন খবর প্রকাশ করে। এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না।’

২০১০ সালের ১৯ আগস্ট ভালোবেসে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ২০১২ সালে মাহমুদ শান্ত নামে এক যুবকের সঙ্গে ঘর বাঁধেন প্রভা। ২০১৪ সালে এ সংসারও ভেঙে যায়।