বিনোদন

তৃতীয় বিয়ে করছেন না আমির!

বলিউড সুপারস্টার আমির খান। গত জুলাইয়ে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে এই অভিনেতার ডিভোর্স হয়। সম্প্রতি গুঞ্জন ওঠে, তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন তিনি।

তবে সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, আপাতত তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন না আমির। এ নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই।

এর আগে গুঞ্জন ওঠে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তির পরই তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। এখনই বিয়ে করছেন না কারণ তিনি চাইছেন না ব্যক্তিগত কারণে তার সিনেমার ওপর প্রভাব পড়ুক। সাবেক এক সহ-অভিনেত্রীকে বিয়ের পরিকল্পনা করেছেন এই অভিনেতা।

১৯৮৬ সালে ভালোবেসে পাশের বাড়ির মেয়ে রিনা দত্তকে বিয়ে করেন আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনাইদ ও ইরা। কিন্তু ২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। রিনার সঙ্গে বিচ্ছেদের পর নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। তাদের একমাত্র ছেলে আজাদ রাও খান।