জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া ক্রিটেকার মুস্তাফিজুর রহমানের ভক্ত রাসেলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে রাসেলের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট রবি উল্লাহ ও হোসাইন ফরাজী। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
মিরপুর মডেল থানার নন-জিআর শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২১ নভেম্বর রাসেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। একই আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর বিকেল ৫টার দিকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচ চলাকালে নর্দান স্ট্যান্ড দর্শক গ্যালারি থেকে মাঠে ঢোকেন রাসেল। তিনি মুস্তাফিজের পায়ের কাছে মাটিতে মাথা ঠোকেন। পরে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যায়।