আইন ও অপরাধ

রামপুরায় শিক্ষার্থী নিহত, বাসের হেলপার গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় বাসের হেলপার চান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। 

র‌্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান রাইজিংবিডিকে বলেন, রাজধানীর সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাইনুদ্দিন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

আরও পড়ুন: রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

রামপুরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ